পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রদূত তারিক আহসান এক বৈঠকে মিলিত হন। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেন ও রাজী আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতেই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত ২০২২ সালের কার্যকরী কমিটির তালিকা সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম ও সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ।
রাষ্ট্রদূত সকলকে অভিনন্দন জানান এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের অতীতের কমিউনিটির উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সময়ে রাষ্ট্রদূত তারিক আহসান পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের পর্তুগালে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং অর্জন পর্তুগালের জাতীয় পর্যায়ের তুলে ধরার আহ্বান ব্যক্ত করেন। অপরদিকে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে স্থানীয় আইন কানুন মেনে সুনাগরিক হিসেবে পর্তুগালে বসবাস করে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে এই বিষয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের সংস্কৃতি চর্চার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন