মিশরে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত পবিত্র রমজানের ইফতার মাহফিল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৭ম রমজান) সেন্টার কায়রো আব্বাসিয়ার মোনালিসা কমপ্লেক্সে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আমিন হোসেন। মিশরে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতীক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন।
ইফতার মাহফিলটি বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশনের মাধ্যমে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম!
তিনি মিশরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চ শিক্ষার জন্য যেকোনো সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত। যাদের একটু সমস্যা আছে তাদের একটু ধৈর্য ধরতে হবে, আমরা খুব দ্রুত বিষয়গুলো সমাধান করবো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আল আমিন হোসেন বলেন, আমাদের এই ছাত্র সংগঠন মিশরে অবস্থানরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আজকের এই ইফতার মাহফিল সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী শায়েখ শোয়াইব আযহারী এবং দোয়া পরিচালনা করেন আরেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী শায়েখ আক্তার আল আজহারী।
বিডি-প্রতিদিন/শফিক