আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৭ এপ্রিল মুসলিম কমিউনিটিসহ ক্যালগেরির প্রবাসী বাঙালিদের ঈদের কেনাকাটাকে আরও সহজ করতে ইকবাল রহমান রিয়েল এস্টেট ‘মেগা ঈদ মেলা’র আয়োজন করবে ।
এ উপলক্ষ্যে ক্যালগেরির ‘উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টে’ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আয়োজক ইকবাল রহমান, বারাকা এ্যপায়ারেলের স্বত্তাধিকারী আরিফা রব্বানী, হুরে জান্নাত মৌ, কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’-এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
ইকবাল রহমান জানান, মেগা ঈদ মেলার মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন এই মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে নারীরা তাদের পোশাকসহ সাজ সজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশ ভারত ও পাকিস্তানের পোশাক এখানে পাওয়া যাবে। মেগা ঈদ মেলা ১২.৩০ মিনিটে শুরু হয়ে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত চলবে।
বারাকা এ্যপায়ারেল এর স্বত্তাধিকারী আরিফা রব্বানী জানান, মেলায় আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসবো। এরমধ্যে নারীদের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ এর পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া থাকবে।
মৌ কালেকশনের স্বত্বাধিকারী হুরে জান্নাত মৌ জানান, আমাদের স্টলে অনেক ধরনের এক্সক্লুসিভ ড্রেস , শাড়ি , পাঞ্জাবী ও গয়নার আইটেমসহ বাচ্চাদের সবধরনের পোশাক থাকবে।
কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, ‘আমি এটিকে শুধু কেনা কাটার মেলা হিসেবেই দেখছি না, প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি, মূল্যবোধ আর কমিউনিটিতে একে অপরের সহমিলনের এক অপূর্ব সেতু বন্ধন হিসেবে দেখছি। ঈদের কেনাকাটা আর উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে যে পারিবারিক আদান-প্রদানের সংস্কৃতি তৈরি হয় সেটি আমাদের সমাজ ব্যবস্থার শত বছরের ঐতিহ্য।’
বিডি প্রতিদিন/নাজমুল