প্রবাসী ফ্যাশন ব্র্যান্ড 'The Stylista by Tammi ‘n’ Parvez' এবং বুটিক হাউস 'লেইস ফিতা' প্রথমবারের মতো সিডনিতে ঈদ প্রদর্শনীর আয়োজন করছে। লাকেম্বার শাহী দস্তরখান রেস্তোরাঁর ওপরের তলায় আগামী ১৬ এপ্রিল দিনব্যাপী এই আয়োজন চলবে।
সিডনির গ্রাহকদের কাছে সমাদৃত ও জনপ্রিয় এক্সক্লুসিভ ফ্যাশন ব্র্যান্ড এবং বুটিক হাউস এবারের ঈদ প্রদর্শনীতে তাদের নতুন সব পোশাক ও অন্যান্য পণ্য প্রদর্শন করবে।
ঈদ প্রদর্শনীতে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক কেনাকাটা করতে পরিবার ও বন্ধুদেরসহ আসার অনুরোধ জানিয়েছে আয়োজকরা।
বিডি প্রতিদিন/এএম