পর্তুগাল সরকারের অনুমোদিত সংগঠন "কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগালের "(CRCIPT) আয়োজনে লিসবনের মাতৃ মনিজের ফুড গার্ডেন রেস্টুরেন্ট স্থানীয় প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
CRCIPT এর সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় শুরুতে ইসলামিক সংগীত পরিবেশন করেন প্রবাসী সংগীত শিল্পী সোহেল এবং আদনান।
ইফতার পূর্বে রমজানের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি তসলিম উদ্দিন রানা, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন, সেক্রেটারি শাজেদুল আলম, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমাদ পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মদ, ব্যবসায়ী আবদুল ওয়াহিদ পারভেজ, বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অব পর্তুগাল এর সভাপতি রুবেল আহমদ, এস এম জাবেদ সরকার, শমাসুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তি কবি মোরশেদ কমল, শোয়েব মিয়া, মোঃ লাবলু, মোঃ রিপন, মোহাম্মদ শাহীন, সাংবাদিক জহিরুল ইসলাম মুন, তারিকুল আহসান আশিক, আনোয়ার এইচ খান ফাহিম, এনামুল হক প্রমুখ।
সব শেষে ইফতারের পূর্বে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী এবং বাংলাদেশসহ সকল বিশ্ব মুসলিম উম্মাহ'র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত দোয়া পরিচালনা করেন মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলা উদ্দিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন