ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংবাদ কর্মীদের সুসংগঠিত করার লক্ষে ৫ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব। এই সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে শনিবার একটি জুম মিটিংয়ের মাধ্যমে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার ১৬ এপ্রিল ইউরোপ সময় রাত ১১ টায় অনলাইনে জুম এর মাধ্যমে উক্ত নির্ধারিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপের সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ মোল্লার পরিচালনায় এবং ইউরোপের বিভিন্ন দেশের অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রথমেই অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উপস্থিতি সকল কার্যকরী সদস্যদের পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সংগঠনের মাসিক সাধারণ সভা, ঈদ পুনর্মিলন, প্রবীণ সাংবাদিকদের নিয়ে কর্মশালা ও একে অপরের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করতে সকলের বক্তব্যে ফুটে উঠে।
এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি রিয়াজ হোসেন, সহ সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সহ সভাপতি ফাতেমা রুমা, যুগ্ম সম্পাদক জুহুরুল হক, যুগ্ম সম্পাদক আসলামউজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আমিন, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইনসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল