সিডনির বিডি হাবে এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সিডনিতে বসবাসরত ৯২ সালে এসএসসি পাশ করা বন্ধুরা সপরিবারে এই ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। রবিবার AussieBangla9294 এর অ্যাডমিন রফিক শাহীন এবং টিপুর উদ্যোগে এবং অন্যান্য বন্ধুদের সহযোগিতায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্ন ব্যান্ডের মিঠু, ইফতি, দীপা, ইভানা, রুবা এবং শাম্মীয়া ত্বন্নী। বাচ্চাদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।
সিডনিতে এসএসসি ৯২ ব্যাচের বন্ধুরা গত ২ বছর যাবৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে তাদের বন্ধুদের একত্র করার পাশাপাশি নুতন প্রজন্মের জন্য দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি ধরে রেখেছে।
বিডি প্রতিদিন/এমআই