১০ আগস্ট, ২০২২ ২০:১৬

কাতারে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

আমিন ব্যাপারী, কাতার

কাতারে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান তম্নয় ইসলাম।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মাহদী হাসান ও মোব্বাসিরা কাদিরী। 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া,শফিকুল কাদের, নুরুল আলম, শফিকুল ইসলাম তালুকদার বাবু, আবু রায়হান, মাহবুব রহমান, রাজ রাজিব, আক্তার জামান মামুন, বোরহান উদ্দিন মোল্লাসহ রাজনৈতিক, সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ,  দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা বঙ্গমাতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা এই মহীয়সী নারী বঙ্গমাতার  কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর