২৯ মে, ২০২৩ ১০:৩৩

সিডনিতে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও শোভাযাত্রা

নাইম আবদুল্লাহ

সিডনিতে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়া (কাশফি-তাজমিরা) সিডনির মিন্টোস্থ খাদেমস ডাইনস রেস্তোরাঁয় সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ ও শোভাযাত্রা করেছে।

সমাবেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আসমা আলম কাশফি সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদিকা সৈয়দা তাজমিরা বেগম, প্রধান উপদেষ্টা খালেদা কায়সার, সহসভাপতি রওশন জাহান পারভিন ও আজিজা সাদাত, জয়েন্ট সেক্রেটারি আরফিনা মিতা হেলাল, নির্বাহী সদস্য বুলা চৌধুরী, নির্বাহী সদস্য শ্রাবণী চৌধুরী টুম্পা, নির্বাহী সদস্য রাইহানা আক্তার সিদ্দিকা, সুফিয়া বেগম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে প্রবীণ আওয়ামী লীগ নেতা গামা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন, ব্যারিস্টার আমজাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার গিয়াস উদ্দিন মোল্লা, সাংবাদিক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু তারিক, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং ভিপি ইফতেখার উদ্দিন ইফতু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নোমান শামীম, ইঞ্জিনিয়র সাজ্জাদ সিদ্দিক, লিয়াকত আলী লিটন মাঝি, কণ্ঠশিল্পী আতিক হেলাল, পল মধু, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সরোয়ার, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, বাংলাদেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী একটি গোষ্ঠী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অর্থনৈতিক সমৃদ্ধি সাধিত হচ্ছে, যে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত রয়েছে; তাতে এই গোষ্ঠীর গাত্রদাহ তৈরি হয়েছে। স্বাধীনতার চেতনা বিরোধী এবং মৌলবাদী শক্তি শেখ হাসিনার উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চায়।

বক্তারা আরও বলেন, এই একই গোষ্ঠী ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশের জনগণকে বিএনপি-জামায়াতের প্রেতাত্মা থেকে দেশকে মুক্ত রাখতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। জনগণ আগামী মেয়াদেও শেখ হাসিনার নেতৃত্বকে ম্যান্ডেট দিবেন বলেও তারা প্রত্যাশা করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর