ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বদলি হয়ে মালয়েশিয়া যাচ্ছেন। তাই বরগুনা জেলা সমিতি ইতালির নেতৃবৃন্দ রাষ্ট্রদূত শামীম আহসানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
রোম এবং মিলানে দূতাবাসের সেবার মান বৃদ্ধি, ইতালির সরকারের কাছে বাংলাদেশকে মডেল হিসাবে তুলে ধরা, বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনার সফল সফর, প্রবাসীদের ভাবমূর্তি বৃদ্ধি পাওয়া, এফওতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনসহ নানা প্রশংসনীয় কর্মকাণ্ডে অবদান রাখায় শামীম আহসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বরগুনা জেলা সমিতির সভাপতি হাজী মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক এমডি রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান। এ সময় দূতালয় প্রধান জনাব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল