বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করাসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোডমার্চ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জার্মান বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেট থেকে জার্মান পার্লামেন্ট হয়ে চ্যান্সেলর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় বিএনপির এ কর্মসূচি।
এতে অংশ নেয়া দলের নেতাকর্মীরা বলেন, সরকার নেত্রীকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি যেন রাজনীতি করতে না পারেন, সেজন্য তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।’
বক্তরা আরো বলেন, ‘সমগ্র দেশের মানুষ আজ জেগে উঠেছে একটিমাত্র দাবি নিয়ে। সেই দাবি হচ্ছে এই এই সরকারের পদত্যাগ।
এতে জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার ও মোস্তাক মান্নান এবং বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদার ও শীর্ষনেতা বাবুল বেপারীসহ দেশটির বিভিন্ন প্রদেশের যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত