শীতক গ্রুপ শুরু ১৯৭২ সালে মোহাম্মদ শফিউদ্দিন মিঞা সাহেব-এর হাত ধরে। তিনি ‘শীতক প্রকৌশল সংস্থা’র উদ্যোক্তা। এটি ঐবধঃরহম ঠবহঃরষধঃরড়হ অরৎ ঈড়হফরঃরড়হবৎ (ঐঠঅঈ) সেক্টর ছাড়াও ইলেকট্রো মেকানিক্যাল নিয়ে কাজ করছে বহু বছর ধরে। বিশেষ করে বিভিন্ন ধরনের এয়ারকন্ডিশনার যেমন- ঈবহঃৎধষ, চধপশধমবফ, ঝঢ়ষরঃ গঁষঃর-ঝঢ়ষরঃ ঝুংঃবস-এর সাপ্লাই, ইনস্টলেশন ও কমিশনিংয়ে বিশেষজ্ঞ।
আমরা সরকারি, আধাসরকারি এবং বেসরকারি বহু প্রতিষ্ঠানে সেন্ট্রাল, প্যাকেজড এবং স্পিট প্যাকেজড এয়ারকন্ডিশন সিস্টেম সাপ্লাই ও ইনস্টল করেছি। আমাদের প্রকৌশলী ও টেকনিক্যাল টিম অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তর্জাতিকমান বজায় রেখে কাজ করে। ১৯৭৮ সালে শীতক প্রকৌশল সংস্থা জাপানের ডাইকিন ইন্ডাস্ট্রিজের এসির একমাত্র পরিবেশক হিসেবে নিযুক্ত হয়। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত আমরা এককভাবে পরিচালনা করেছি।
২০০৭ সালে আমরা সিদ্ধান্ত নিই নিজস্ব ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বাজারজাত করব। তখনই আমরা প্রতিষ্ঠা করি শীতক ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড। এটি আমাদের নতুন দিগন্তের সূচনা করে, যার মাধ্যমে ‘শীতক’ ব্র্যান্ডের ছোট-বড় সব ক্যাপাসিটির এয়ারকন্ডিশনার দেশের বাজারে বিক্রি করেছি।
শীতক ইন্টারন্যাশনাল বাংলাদেশে অটঢ ঈবহঃৎধষ অরৎ ঈড়হফরঃরড়হবৎ ব্র্যান্ডের একমাত্র অনুমোদিত পরিবেশক।
অনেকে বলে সেন্ট্রাল এসি সিস্টেম খুব ব্যয়বহুল, কিন্তু এটা একটা প্রচলিত ভুল ধারণা। আমরা শীতক ইন্টারন্যাশনাল থেকে অটঢ ঠজঋ সিস্টেম নিয়ে এসেছি এমন দামে, যা অনেকটাই সাধারণ মানুষের নাগালে। শুধু তা-ই নয়, এর রক্ষণাবেক্ষণ ও চালানোর খরচও স্পিট এসির প্রায় সমান।
বর্তমানে রেসিডেনসিয়াল ও কমার্শিয়াল বিল্ডিংয়ের বড় চ্যালেঞ্জ হলো বহুতল ভবনের আউটডোর ইউনিট বসানোর মতো পর্যাপ্ত জায়গা পাওয়া কঠিন, যার কারণে টেকনিশিয়ানদের অনেক ঝুঁকি নিয়ে স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হচ্ছে, যা বিল্ডিংয়ের বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে এবং অটঢ ঠজঋ সিস্টেমে একটি মাত্র আউটডোর এবং একাধিক ইনডোর ইউনিটের সমাধান রয়েছে। যা ৮ টন থেকে শুরু করে ৩০ টন পর্যন্ত কাস্টমাইজযোগ্য এবং পর্যায়ক্রমে যত টন ক্যাপাসিটি প্রয়োজন হোক না কেন সংযোজন করা সম্ভব।
শীতক গ্রুপ ৫৩ বছর ধরে ঐঠঅঈ নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য বাংলাদেশের ঐঠঅঈ শিল্পে শীতক গ্রুপকে একটি নির্ভরযোগ্য ও আন্তর্জাতিকমানে প্রতিষ্ঠিত করা।