ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকাল পৌনে ৪টায় শেষ চারে লড়তে মুখোমুখি হবে আরামবাগ ও শেখ জামাল। ‘এ’ গ্রুপে ঢাকা আবাহনী থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছে আরামবাগ। পারফরম্যান্সই তাদের এ অবস্থায় নিয়ে এসেছে। গ্রুপ পর্বে প্রথম লড়াইয়ে তারা শক্তিশালী আবাহনীকে ১-০ গোলে পরাজিত করেছে। গুঞ্জন আছে আবাহনীকে এড়াতেই ব্রাদার্সের বিপক্ষে জেতার চেষ্টা করেনি শেখ জামাল। ৭০ মিনিটে গোল করে ২-১ গোলে হার মানতে হয়েছে বর্তমান ফেডারেশন কাপ বিজয়ীদের। যাক গুজব গুজবই। তবে বাস্তবতা হচ্ছে আরামবাগ এতটা সহজ প্রতিপক্ষ নয়। অপরাজিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। দলে তারকা ফুটবলার নেই। তারপরও সাইফুল বারী টিটুর প্রশিক্ষণে তরুণ ফুটবলাররা বেশ গুছানো ফুটবল খেলছে। ঢাকা ফুটবলে বড় কোনো ট্রফি জেতার কৃতিত্ব নেই। দুবার রানার্স আপ হয়েছে ফেডারেশন কাপে। তবে দেশের বাইরে প্রথম ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে আরামবাগের। ১৯৮০ সালে তারা নেপালে আনফা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। যে নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে শেখ জামালকে হারিয়ে সেমিফাইনাল খেলাটা অবিশ্বাস্য কিছু হবে না। শেখ জামাল নামকরণে ধানমন্ডি ক্লাব নতুনভাবে আবির্ভূত হয় ২০১০ সালে। আগে তাদের বড় প্রাপ্তি ছিল ২০০২ সালে একবার সেমিতে খেলা। কিন্তু শেখ জামাল নামকরণের পর দলটি ফেডারেশন কাপে সফল দলে পরিণত হয়েছে। তিনবার শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে তাদের। এবার চ্যাম্পিয়ন হলে হ্যাটট্রিকের কৃতিত্ব পাবে। এ রেকর্ড শুধু মোহামেডান ও আবাহনীরই রয়েছে। গত দুই মৌসুমে শেখ জামালে তারকার কমতি ছিল না। এবার সেই শক্তি তাদের নেই। অধিকাংশ তারকা ফুটবলার অন্য দলে যোগ দিয়েছেন। যদিও ফেডারেশন কাপের শুরুটা ছিল দুর্দান্ত। ল্যান্ডিংয়ের হ্যাটট্রিকে ৫-২ গোলে উত্তর বারিধারাকে উড়িয়ে দেয়। কিন্তু ব্রাদার্সের সঙ্গে জিততে পারেনি। গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তারপরও শক্তির বিচার করলে আজকের ম্যাচে শেখ জামালই ফেবারিট। নকআউট পর্বে আর ফেবারিটের গুরুত্ব নেই। কে যে জিতবে বলা মুশকিল। দেশের আরেক বরেণ্য কোচ শফিকুল ইসলাম মানিক শেখ জামালের দায়িত্বে। আরামবাগ-শেখ জামালের পাশাপাশি আজকের ম্যাচটা মানিক-টিটুর লড়াইও বলা যায়।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
শেখ জামাল-আরামবাগ সেমিতে ওঠার লড়াই
শেষ আটের লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর