প্রথম দুই ম্যাচে উল্লেখ করার মতো পারফরম্যান্স ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তারপরও ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) জিতেছে সাকিবের দল জ্যামাইকা তালওয়ার্স। তৃতীয় ম্যাচে সাকিব রান করলেন। উইকেট নিলেন। কিন্তু দল জিতল না। বিশ্বসেরা অলরাউন্ডারের লড়াইকে বৃথা করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জ্যামাইকা। স্বাগতিক দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে অসহায় আত্মসমর্পণ করে ১৮ ওভারে ১০০ রানে গুটিয়ে যান সাকিবরা। আগের দুই ম্যাচের দুর্দান্ত পারফরমার অধিনায়ক গেইল প্রথম বলেই ফিরে যান রানের খাতা না খুলে। সেই ধাক্কা সামলাতে ব্যর্থ হয় জ্যামাইকা। প্রথম ২৪ রানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন পুরোপুরি কোণঠাসা, তখন চতুর্থ উইকেট জুটিতে রোভম্যান পাওয়েলকে নিয়ে ৫১ রান যোগ করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরার আগে ২৩ বলের ইনিংসটিতে ১টি ছক্কা হাঁকান। নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে পাওয়েল খেলেন ৩৮ রানের ইনিংস। পারমিউল, সোহেল তানভীর, এমরিক ও জাম্পার আক্রমণাত্মক বোলিংয়ে জ্যামাইকার শেষ ৭ উইকেটের পতন হয় মাত্র ২৫ রানে। ২০ রানের খরচে ৩ উইকেট নিয়ে গায়ানার সফর বোলার ছিলেন পারমিউল। ১০১ রানের টার্গেটে ২ ওভার হাতে রেখেই জিতে নেয় গায়না। যদিও শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। ১১ রানে হারিয়েছিল দুই ওপেনার যুইন স্মিথ ও মাইর্টন গাপটিলকে। এরপর অবশ্য লিন ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। লিনের ৩৫ বলের ইনিংসটিতে ছিল ৩টি ছক্কা ও ১টি চার। শেষ দিকে বাম্বের ২৭ রানে অপরাজিত থাকেন। সাকিব ৪ ওভারের স্পেলে ২১ রানের খরচে তুলে নেন জেমস মোহাম্মদের উইকেট।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক