প্রথম দুই ম্যাচে উল্লেখ করার মতো পারফরম্যান্স ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তারপরও ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) জিতেছে সাকিবের দল জ্যামাইকা তালওয়ার্স। তৃতীয় ম্যাচে সাকিব রান করলেন। উইকেট নিলেন। কিন্তু দল জিতল না। বিশ্বসেরা অলরাউন্ডারের লড়াইকে বৃথা করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জ্যামাইকা। স্বাগতিক দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে অসহায় আত্মসমর্পণ করে ১৮ ওভারে ১০০ রানে গুটিয়ে যান সাকিবরা। আগের দুই ম্যাচের দুর্দান্ত পারফরমার অধিনায়ক গেইল প্রথম বলেই ফিরে যান রানের খাতা না খুলে। সেই ধাক্কা সামলাতে ব্যর্থ হয় জ্যামাইকা। প্রথম ২৪ রানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন পুরোপুরি কোণঠাসা, তখন চতুর্থ উইকেট জুটিতে রোভম্যান পাওয়েলকে নিয়ে ৫১ রান যোগ করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরার আগে ২৩ বলের ইনিংসটিতে ১টি ছক্কা হাঁকান। নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে পাওয়েল খেলেন ৩৮ রানের ইনিংস। পারমিউল, সোহেল তানভীর, এমরিক ও জাম্পার আক্রমণাত্মক বোলিংয়ে জ্যামাইকার শেষ ৭ উইকেটের পতন হয় মাত্র ২৫ রানে। ২০ রানের খরচে ৩ উইকেট নিয়ে গায়ানার সফর বোলার ছিলেন পারমিউল। ১০১ রানের টার্গেটে ২ ওভার হাতে রেখেই জিতে নেয় গায়না। যদিও শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। ১১ রানে হারিয়েছিল দুই ওপেনার যুইন স্মিথ ও মাইর্টন গাপটিলকে। এরপর অবশ্য লিন ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। লিনের ৩৫ বলের ইনিংসটিতে ছিল ৩টি ছক্কা ও ১টি চার। শেষ দিকে বাম্বের ২৭ রানে অপরাজিত থাকেন। সাকিব ৪ ওভারের স্পেলে ২১ রানের খরচে তুলে নেন জেমস মোহাম্মদের উইকেট।
শিরোনাম
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪