প্রথম দুই ম্যাচে উল্লেখ করার মতো পারফরম্যান্স ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তারপরও ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) জিতেছে সাকিবের দল জ্যামাইকা তালওয়ার্স। তৃতীয় ম্যাচে সাকিব রান করলেন। উইকেট নিলেন। কিন্তু দল জিতল না। বিশ্বসেরা অলরাউন্ডারের লড়াইকে বৃথা করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জ্যামাইকা। স্বাগতিক দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে অসহায় আত্মসমর্পণ করে ১৮ ওভারে ১০০ রানে গুটিয়ে যান সাকিবরা। আগের দুই ম্যাচের দুর্দান্ত পারফরমার অধিনায়ক গেইল প্রথম বলেই ফিরে যান রানের খাতা না খুলে। সেই ধাক্কা সামলাতে ব্যর্থ হয় জ্যামাইকা। প্রথম ২৪ রানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন পুরোপুরি কোণঠাসা, তখন চতুর্থ উইকেট জুটিতে রোভম্যান পাওয়েলকে নিয়ে ৫১ রান যোগ করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরার আগে ২৩ বলের ইনিংসটিতে ১টি ছক্কা হাঁকান। নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে পাওয়েল খেলেন ৩৮ রানের ইনিংস। পারমিউল, সোহেল তানভীর, এমরিক ও জাম্পার আক্রমণাত্মক বোলিংয়ে জ্যামাইকার শেষ ৭ উইকেটের পতন হয় মাত্র ২৫ রানে। ২০ রানের খরচে ৩ উইকেট নিয়ে গায়ানার সফর বোলার ছিলেন পারমিউল। ১০১ রানের টার্গেটে ২ ওভার হাতে রেখেই জিতে নেয় গায়না। যদিও শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। ১১ রানে হারিয়েছিল দুই ওপেনার যুইন স্মিথ ও মাইর্টন গাপটিলকে। এরপর অবশ্য লিন ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। লিনের ৩৫ বলের ইনিংসটিতে ছিল ৩টি ছক্কা ও ১টি চার। শেষ দিকে বাম্বের ২৭ রানে অপরাজিত থাকেন। সাকিব ৪ ওভারের স্পেলে ২১ রানের খরচে তুলে নেন জেমস মোহাম্মদের উইকেট।
শিরোনাম
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
সাকিবের লড়াইয়ের পরও জ্যামাইকার হার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর