আবারও ড্যারেন স্যামি। আবারও রাজশাহী কিংসের জয়। ঢাকার প্রথম পর্বটা সুখকর না হলেও বিপিএলে এখন রীতিমতো জ্বলে উঠছে পদ্মাপাড়ের দলটি। রংপুর রাইডার্সকে হারানোর ২৪ ঘণ্টার মধ্যে আবারও জয় পেয়েছে রাজশাহী কিংস। গতকাল তারা খুলনা টাইটানসকে ৯ রানে পরাজিত করে।
সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে রাজশাহী ব্যাট করতে নামে। শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। ৬৬ রানে দলের চার নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাজঘরে ফেরত গেলে মনে হচ্ছিল লো স্কোরেই রাজশাহীর ইনিংস থেমে যাবে। কিন্তু আগের ম্যাচের মতোই অধিনায়ক স্যামি বিধ্বংসী হয়ে ওঠেন। ৩৪ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারির মাধ্যমে অপরাজিত ৭১ রান তোলেন। তারই ব্যাটিং-দৃঢ়তায় রাজশাহী ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। কুপার ৩১, শফিউল ইসলাম ৫৩ রানে ২টি করে উইকেট পান। ১৫৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে প্রথম দিকে উইকেট পড়লেও মাহমুদুল্লার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে খুলনা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। অধিনায়ক ৩৩ রানে বিদায় নেওয়ার পরই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলতে সক্ষম হয়। ওয়েনসেস ৩৬, পন ২৮, আরিফুল হক উল্লেখ করার মতো ২৫ রান তোলেন। সামি ৮, নাজমুন ১৮, আবুল হাসান ২৫ রানে ১টি করে উইকেট পান। ম্যাচসেরা পুরস্কার পান স্যামি। আগামীকাল রাজশাহী লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে।