বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন বছর পর সেমিতে নাদাল

ক্রীড়া ডেস্ক

তিন বছর পর সেমিতে নাদাল

তিন বছর আগে ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয় করেছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ওইটা ছিল তার ১৪ নম্বর গ্র্যান্ডস্লাম শিরোপা। টেনিস দুনিয়া ভেবেই নিয়েছিল, খুব দ্রুত তিনি ছাড়িয়ে যাবেন রজার ফেদেরারকে। তবে অফ ফর্ম আর ইনজুরি রাফায়েল নাদালকে অনেকটা দূরেই ছুড়ে দেয়। টানা তিনটা বছর তিনি এমনকি কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিফাইনালই খেলতে পারেননি! অবশেষে এই বাধাটা পাড়ি দিলেন নাদাল। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে পুরুষ এককের তৃতীয় বাছাই কানাডার মিলোস রাউনিচকে ৬-৪, ৭-৬ (৯/৭), ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল।

দুরন্ত ফর্মে থাকা মিলোস রাউনিচকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর নাদাল বলছেন, ‘আমার ক্যারিয়ারটা দারুণ হলেও মাঝে মধ্যেই আমাকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। আর এ কঠিন মুহূর্তগুলোই আমার ক্যারিয়ারকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।’ নাদাল সেমিফাইনাল নিশ্চিত করে আরও একবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালে ‘ফেদেরার-নাদাল’ দ্বৈরথের সম্ভাবনা বাড়িয়ে তুলেছেন। সেমিফাইনালে নাদাল মুখোমুখি হবেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের। গতকাল কোয়ার্টার ফাইনালে দিমিত্রভ ৬-৩, ৬-২, ৬-৪ গেমে বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়েছেন। নাদাল তার সেমিফাইনাল প্রতিপক্ষের বিরুদ্ধে ৭-১ ব্যবধানে এগিয়ে আছেন। দিমিত্রভের সঙ্গে ৮ বারের সাক্ষাতে ৭ বারই জিতেছেন নাদাল। সেমিফাইনালে তাই ফেবারিট হিসেবেই খেলবেন এ স্প্যানিয়ার্ড। অন্যদিকে সেমিফাইনালে রজার ফেদেরার মুখোমুখি হচ্ছেন স্বদেশি স্ট্যান ওয়াওরিঙ্কার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর