দিপোর্তিভো লা করোনার মাঠে স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলতে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটা ভালোভাবেই চলছিল। দুই পক্ষের সমর্থকরাই বিনোদন পাচ্ছিলেন। ম্যাচের ১৩ মিনিটে অ্যান্ডোনের গোলে এগিয়ে যাওয়া দিপোর্তিভোর সঙ্গে ৬৮তম মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান। বাকি সময়টুকুতে যে কোনো ঘটনার জন্যই প্রস্তুত ছিল দুই দলের সমর্থকরা। তবে ম্যাচের ৮৫তম মিনিটে যে ঘটনা ঘটে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। বলে হেড করতে গিয়ে দিপোর্তিভো লা করোনার বেরগানটিনোসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা ফার্নান্দো তোরেস। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তোরেস। ফুটবল মাঠে খেলোয়াড়দের মৃত্যু নতুন কিছু নয়। এর আগে অনেক ঘটনাই ঘটেছে। তোরেসকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। তবে কী...! সতীর্থরা ছুটে আসেন সঙ্গে সঙ্গেই। মুখে ফুঁ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন তারা। চিকিৎসকরাও ছুটে আসেন। অ্যাম্বুলেন্সে করে তোরেসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে গুরুতর কিছু ঘটেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর খবর মিলে ভালো আছেন তোরেস। নিজেই এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। তোরেস টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমাকে নিয়ে যারা ঘাবড়ে গেছেন এবং মেসেজ দিয়ে যারা খবর নিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এটা আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। তবে আমি আশা করছি খুব শিগগিরই আবার ফুটবলে ফিরে আসব।’ শেষ পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠার সে ম্যাচটি ১-১ গোলের ড্রতেই শেষ হয়। লা লিগার পয়েন্ট তালিকায় চার নম্বরেই রইল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
শিরোনাম
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বেঁচে গেলেন তোরেস!
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর