Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৭ নভেম্বর, ২০১৭ ২২:৫০

অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বিশ্বের সবচেয়ে পুরনো টেস্ট সিরিজ অ্যাসেজ। ১৮৭৭ সাল থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পরস্পরের বিপক্ষে খেলে আসছে। দুই চির প্রতিদ্বন্দ্বীর সিরিজটিকে বলা হয় অ্যাসেজ। বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী সিরিজটি। প্রথম দুই  টেস্টের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘোষিত দলে চমক দুটি। চমক দুজনের নাম উইকেটরক্ষক টিম পেইন ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ফিরেছেন শন মার্শ।  অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, ওসমান খাজা, পিটার হ্যান্ডসকম, শ্যন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওন, জশ হ্যাজলওড, জ্যাকসন বার্ড ও চ্যাড সেয়ার্স।


আপনার মন্তব্য