বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

আবাহনী-বেঙ্গালুরু নিয়ম রক্ষার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-বেঙ্গালুরু নিয়ম রক্ষার ম্যাচ

ঘরোয়া ফুটবলে ঢাকা আবাহনীর দাপট তুঙ্গে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সর্বোচ্চ লিগ জেতার কৃতিত্ব রয়েছে তাদের। পেশাদার লিগে ১০ আসরে ছয়বারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক  টুর্নামেন্টে সেই তুলনায় আবাহনী বড্ড ম্লান। আগে এশিয়ান ক্লাব বা এখন এএফসি কাপে তারা চূড়ান্তপর্ব পেরুতে পারেনি। এবারও সেই দশা। বাংলাদেশের চ্যাম্পিয়ন দল হিসেবে এএফসি কাপে অংশ  নেয় আবাহনী। হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক এই টুর্নামেন্টে গ্রুপে ছিল ভারতের বেঙ্গালুরু এএফসি, আইজল ও মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব। পাঁচ ম্যাচে আবাহনীর সংগ্রহ চার পয়েন্ট। ভারতের মাটিতে আইজলকে শোচনীয়ভাবে হারালেও ঢাকায় ড্র করেছে আবাহনী। রেডিয়্যান্টের কাছে দুই ম্যাচেই হেরেছে। ঢাকায় লড়াই করে হারলেও মালেতে গোলের বন্যায় ভেসে গেছে। বেঙ্গালুরুতে অ্যাওয়ে ম্যাচেও হেরেছে। আজ শেষ ম্যাচে মাঠে নামবে আবাহনী। জিতলেও কোনো লাভ হবে না। এএফসি কাপে পরবর্তী রাউন্ডে খেলা আবাহনী শেষ হয়ে গেছে আগেই।

আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। তবে কেউ তো আর হারতে মাঠে নামে না। আবাহনীও তাই চেষ্টা করবে ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ খবর