রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফুটবলার পিকের জেল!

ক্রীড়া ডেস্ক

ফুটবলার পিকের জেল!

ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ছয় মাসের জেল হয়েছে বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকের। গত শুক্রবার দুপুরের পর গাড়ি নিয়ে রাস্তায় বের হন পিকে। সে সময়ই পুলিশের রুটিন চেকের সামনে পড়েন তিনি। পুলিশ গাড়ি থামিয়ে কাগজ-পত্র দেখতে চাইলে পিকে লাইসেন্স দেখাতে পারেননি। মামলা ঠুকে দেয় পুলিশ। স্পেনের আইনে ড্রাইভিং লাইসেন্সধারীদের সবকিছু ঠিক থাকলে ১২ পয়েন্ট দেওয়া হয়। এর নিচে পয়েন্ট থাকলে সেটা অপরাধ হিসেবে গণ্য হয়। পয়েন্ট পুরোপুরি শূন্য হলে কোনো ড্রাইভারকে রাস্তায় গাড়ি চালাতে দেয় না পুলিশ। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যে ট্র্যাফিক হেডকোয়ার্টারে গিয়ে একটা পরীক্ষা দিয়ে পাস করলে ভিন্ন কথা। স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাডেনা সার তাদের এক রিপোর্টে বলেছে, ট্র্যাফিক অফিসাররা পিকের কাগজপত্র চেক করে কোনো পয়েন্টই দেখতে পাননি। স্পেনে এটা গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য অন্তত ৬ মাসের জেল অথবা ৫৩৭০ পাউন্ড জরিমানা গুনতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর