বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গোপালগঞ্জে ফুটবল উন্মাদনা

গোপালগঞ্জ প্রতিনিধি

নীলফামীতে লড়বে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। গোপালগঞ্জে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা ও ফেভারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জে এর আগেও পেশাদার লিগ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের হোম ভেন্যু এটি। বিকাল ৩টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। দুই দলই উদ্বোধনী ম্যাচে হেরে যায়। শেখ জামাল হারে বসুন্ধরা কিংসের কাছে। মুক্তিযোদ্ধা লড়াই করলেও পুরো পয়েন্ট হারায় চট্টগ্রাম আবাহনীর কাছে।

গোপালগঞ্জ থেকেই জয়ের রাস্তায় হাঁটতে চায় দুদলই। ঘরের মাঠ হলেও মুক্তিযোদ্ধাকে ফেভারিট বলা যাবে না। তারুণ্যনির্ভর শেখ জামালই শক্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে। পেশাদার লিগে মুক্তিযোদ্ধার বড়প্রাপ্তি হচ্ছে একবার রানার্স আপ।

অন্যদিকে শেখ জামালের তিনবার শিরোপা ও চারবার রানার্স আপ হওয়ার রেকর্ড রয়েছে। ২০১০ সালে নতুনভাবে আবির্ভূত হওয়ার পর ধানমন্ডির চেহারা বদলে গেছে। মুক্তিযোদ্ধা অবশ্য পেশাদার লিগে না হলেও ঢাকা প্রিমিয়ার লিগে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে।

পেশাদার লিগ ফেরায় গোপালগঞ্জের ক্রীড়ামোদীরা সন্তুষ্ট। মুক্তিযোদ্ধার হোম ভেন্যু হওয়ার শক্তিশালী দল ও দেশি-বিদেশি তারকা ফুটবলারদের নৈপুণ্য দেখতে পারবে। শুধু গোপালগঞ্জ নয়, আশপাশ জেলার দর্শকরা লিগ দেখতে ছুটে আসবে। আসর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন। মাঠ পুরোপুরি প্রস্তুত। স্টেডিয়ামের গ্যালারিতে রং করা হয়েছে। সবমিলিয়ে গোপালগঞ্জ সেজেছে নতুন রূপে।

জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, গোপালগঞ্জ পুরোপুরি প্রস্তুত। আয়োজনটা আমরা এমনভাবে করতে চাই ঘরোয়া নয় সামনে যেন শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়। গ্যালারিতে দর্শক আনতে কয়েকদিন ধরেই চলছে মাইকিং প্রচারণা।

সর্বশেষ খবর