শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

আফগানিস্তানের চমক

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের চমক

হাশমতউল্লাহ

বিশ্বকাপে শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকতে রাজী নয় আফগানিস্তান। চমক উপহার দিতে প্রস্তুত নবাগত টেস্ট খেলুড়ে দেশটি। দলটির সেরা ক্রিকেটার রশিদ খান বলেছেন তারা ‘কাগুজে বাঘ’ নয়, এটা প্রমাণে মরিয়া। সত্যিই যে আফগানিস্তান এবারের বিশ্বকাপে কাগুজে বাঘ হবে না, তার প্রমাণ রাখল প্রস্তুতি ম্যাচে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান গতকাল ব্রিস্টলে ৩ উইকেট হারিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। প্রতিবেশী দেশটির বিপক্ষে আগের ৩ ম্যাচের সবকটিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছিল নবী, হাশমতউল্লাহ, রশিদরা। গতকাল ৪ নম্বর ম্যাচে জয় পেয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল। প্রথমে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে ২৬২ রান করেছিল পাকিস্তান। বাবর ১১২ রানের ইনিংসটি খেলেন ১০৮ বলে ১০ চার ও ২ ছক্কায়। ২৬৩ রানের টার্গেটে খেলতে নেমে আফগানিস্তানকে জয় উপহার দেন হাশমতউল্লাহ (৭৪*), হজরতউল্লাহ ঝাঝাই (৪৯) ও নবী (৩৪) আক্রমণাত্মক ব্যাটিং করেন। হাশমতউল্লাহর ১০২ বলে ৭ চারের ইনিংসটি ৩২ নম্বর ম্যাচে ৮ নম্বর হাফ সেঞ্চুরি। কার্ডিফে আরেক প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর