শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

লিভারপুলের ষষ্ঠ না টটেনহ্যামের প্রথম

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের ষষ্ঠ না টটেনহ্যামের প্রথম

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করে এরই মধ্যে ইতিহাস গড়েছে টটেনহ্যাম। তবে এতটুকুন্ডতেই সন্তুষ্ট থাকতে রাজি নন হ্যারি কেইনরা। জয় করতে চান চ্যাম্পিয়ন্স লিগ। অন্যদিকে লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহও ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ রাতে লিভারপুল-টটেনহ্যাম মুখোমুখি হচ্ছে। টটেনহ্যামের লক্ষ্য প্রথম শিরোপা। অন্যদিকে লিভারপুলের সামনে ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি। যে কোনো ইংলিশ ক্লাবের চেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে লিভারপুল (৯টি)। এর মধ্যে পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে শেষ দুটি ফাইনালে অলরেডরা হেরেছে (২০০৭ সালে এসি মিলান ও ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ)। অভিজ্ঞতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকছে লিভারপুল। তাছাড়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে এসে এর আগে অনেকেই পরাজিত হয়েছে। সেদিক থেকে টটেনহ্যাম কিছুটা পিছিয়েই থাকবে। তাছাড়া দুই দলের মুখোমুখি লড়াইয়েও অনেকটা এগিয়ে লিভারপুল। ৮২ বার জিতেছে লিভারপুল। ৪৮ বার জিতেছে টটেনহ্যাম। ৪২ বার ড্র হয়েছে। তবে ফুটবলে প্রায়ই অতীত পরিসংখ্যান কাজে দেয় না।

সর্বশেষ খবর