শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

সেঞ্চুরি চান না কোহলি!

ক্রীড়া ডেস্ক

সেঞ্চুরি চান না কোহলি!

বিশ্বকাপে ফেবারিট দল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে সেভাবে খেলছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে সহজে হারিয়েছে। চার ম্যাচে সংগ্রহ সাত পয়েন্ট। সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি। বাকি রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে লড়াই। শক্তির বিচারে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতার কথা। অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘কাউকে আমরা খাটো চোখে দেখছি না। প্রতিটি ম্যাচ জিততে হবে। বৃষ্টিতে আবার ম্যাচ পরিত্যক্তের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই আমাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল।’ রোহিত শর্মা দুটি ও শেখর ধাওয়ান এবারের বিশ্বকাপে একটি সেঞ্চুরি পেয়েছেন। কোহলির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮২ রান। সেঞ্চুরির কথা ভাবছি না। আমি চাই দেশের সাফল্য। দেশবাসী চেয়ে আছে আমাদের দিকে। শিরোপা জেতাটাই আমার কাছে মুখ্য। তবে তার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর