রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কলকাতার তিন জায়ান্টই আসছে

ক্রীড়া প্রতিবেদক

কলকাতার তিন জায়ান্টই আসছে

কথা ছিল প্রতি বছরই শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট হবে। কিন্তু তা গড়িয়েছে মাত্র দুবার। চট্টগ্রাম আবাহনী ২০১৫ সালে প্রথমবার এ টুর্নামেন্ট আয়োজন করেই প্রশংসিত হয়েছিল। কেননা ঢাকা আবাহনী যেখানে তাদের প্রতিষ্ঠাতার নামে কখনো টুর্নামেন্ট করতে পারেনি কিন্তু তা পেরেছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালে হয় দ্বিতীয় আসর। দুই বছর পর অক্টোবরে তৃতীয় বারের মতো মাঠে গড়ানোর অপেক্ষায় শেখ কামাল ক্লাব কাপ। এবার আসরটি হতে পারে জমজমাট। কেননা প্রথম দিকে ভারতের দুই বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান শিডিউলের কারণে খেলতে চাচ্ছিল না। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন কলকাতা গিয়ে মোহনবাগান ও কলকাতা মোহামেডানকে টুর্নামেন্টে খেলতে রাজি করিয়েছেন। ইস্টবেঙ্গলও আসছে তা জানান তিনি। কলকাতা মোহামেডান তালিকায় না থাকলেও টুর্নামেন্টে আকর্ষণ বাড়াতে তাদের আনা হচ্ছে। ভারতের তিন দল নয়, থাইল্যান্ড, নেপাল ও ভুটানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় দলের মধ্যে পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রানার্সআপ ঢাকা আবাহনী ও আয়োজক চট্টগ্রাম আবাহনী। সব কিছু বাস্তবায়িত হলে একটি জমজমাট টুর্নামেন্ট হবে বলে ফুটবলপ্রেমীরা আশা করছেন।

সর্বশেষ খবর