শিরোনাম
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খেলল বাংলাদেশ জিতল থাইল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

একেই বলে দুর্ভাগ্য। খেলল বাংলাদেশ। অথচ জিতল থাইল্যান্ড। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে চূড়ান্তপূর্ব গতকাল মারিয়ারা ১-০ গোলে হেরে মিশন শুরু করেছে। চনবুরিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। গোলাম রব্বানীর শিষ্যরা প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেললেও ফিনিশিংয়ের অভাবে আসল কাজ গোলটি করতে পারেনি। প্রথমার্ধে ম্যাচ থাকে গোলশূন্য। অথচ তহুরা খাতুন জাল চিনতে পারলে প্রথমার্ধেই বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থাকতে পারত। দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডও গুছিয়ে খেলতে থাকে। ৫৯ মিনিটে থাওয়ানরাত প্রমঠংমি চমৎকার ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে রাখেন। সমতা ফেরার সুযোগও আসে। কিন্তু গোল করায় ব্যর্থ হওয়ায় হেরেই টুর্নামেন্ট শুরু করতে হয় মারিয়াদের। অবশ্য থাইল্যান্ডও ব্যবধান দ্বিগুণ করতে পারত। ৮৬ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি বদলি খেলোয়াড় সুচাভাদে চমপেনাং। বাংলাদেশ গ্রুপে দ্বিতীয় ম্যাচ লড়বে জাপানের বিরুদ্ধে। গ্রুপে আরেকদল হচ্ছে অস্ট্রেলিয়া। ২০১৭ সালেও বাংলাদেশের কিশোরীরা চূড়ান্তপর্বে খেলেছিল।

সর্বশেষ খবর