শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ধারাবাহিকভাবে দারুণ এ আয়োজনের জন্য চট্টগ্রাম আবাহনীকে কৃতিত্ব দিতেই হয়। ফুটবল নিয়ে মেতে থাকছে চট্টগ্রামের মানুষ। মাঠে দর্শক আসছে। তরুণরা নেশার ছোবল থেকে বাঁচার উপলক্ষ পাচ্ছে। কিন্তু এবারের টুর্নামেন্টটি ভিন্ন রকমেরই। অ™ভুত বললেও ভুল হবে না। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনী লিমিটেডের সঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই আবাহনী নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না। এরপর শোনা গেল, ভারতীয় ক্লাব গোকোলাম কেরালা খেলবে আবাহনীর পরিবর্তে। ম্যাচের সূচি ঠিক আছে বলেই জানা গিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই বদলে যায় ম্যাচের সূচি। বসুন্ধরা কিংসের ম্যাচ আরও একদিন পিছিয়ে কাল অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ গোকোলাম কেরালা। কিন্তু বসুন্ধরা কিংস গতকাল সকালে বন্দর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ও জানতো না তাদের ম্যাচ পিছিয়েছে। পাশাপাশি চেন্নাই সিটি বনাম তেরেনগানু ম্যাচও একদিন পিছিয়েছে। নতুন ফিকশ্চার অনুযায়ী আজ রেস্ট ডে থাকছে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। সূচি পরিবৃর্তন নিয়ে আলী আব্বাস বলেন, ‘গোকোলাম কেরালা আসতে দেরি করছে বলেই এই পরিবর্তন করতে হলো। ওদের টিকিট পেতে দেরি হয়েছে।’ তারপরও প্রশ্ন থেকে যায়। সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো দল নিজেদেরকে প্রত্যাহার করে নিলে বাকি দলগুলো নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এখানে তড়িঘড়ি করে আরও একটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়েই সূচিতে পরিবর্তন আনতে হলো।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
হঠাৎ পেছাল কিংসের ম্যাচ
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনীর সঙ্গে। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর