শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ধারাবাহিকভাবে দারুণ এ আয়োজনের জন্য চট্টগ্রাম আবাহনীকে কৃতিত্ব দিতেই হয়। ফুটবল নিয়ে মেতে থাকছে চট্টগ্রামের মানুষ। মাঠে দর্শক আসছে। তরুণরা নেশার ছোবল থেকে বাঁচার উপলক্ষ পাচ্ছে। কিন্তু এবারের টুর্নামেন্টটি ভিন্ন রকমেরই। অ™ভুত বললেও ভুল হবে না। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনী লিমিটেডের সঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই আবাহনী নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না। এরপর শোনা গেল, ভারতীয় ক্লাব গোকোলাম কেরালা খেলবে আবাহনীর পরিবর্তে। ম্যাচের সূচি ঠিক আছে বলেই জানা গিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই বদলে যায় ম্যাচের সূচি। বসুন্ধরা কিংসের ম্যাচ আরও একদিন পিছিয়ে কাল অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ গোকোলাম কেরালা। কিন্তু বসুন্ধরা কিংস গতকাল সকালে বন্দর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ও জানতো না তাদের ম্যাচ পিছিয়েছে। পাশাপাশি চেন্নাই সিটি বনাম তেরেনগানু ম্যাচও একদিন পিছিয়েছে। নতুন ফিকশ্চার অনুযায়ী আজ রেস্ট ডে থাকছে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। সূচি পরিবৃর্তন নিয়ে আলী আব্বাস বলেন, ‘গোকোলাম কেরালা আসতে দেরি করছে বলেই এই পরিবর্তন করতে হলো। ওদের টিকিট পেতে দেরি হয়েছে।’ তারপরও প্রশ্ন থেকে যায়। সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো দল নিজেদেরকে প্রত্যাহার করে নিলে বাকি দলগুলো নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এখানে তড়িঘড়ি করে আরও একটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়েই সূচিতে পরিবর্তন আনতে হলো।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
হঠাৎ পেছাল কিংসের ম্যাচ
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনীর সঙ্গে। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর