শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ধারাবাহিকভাবে দারুণ এ আয়োজনের জন্য চট্টগ্রাম আবাহনীকে কৃতিত্ব দিতেই হয়। ফুটবল নিয়ে মেতে থাকছে চট্টগ্রামের মানুষ। মাঠে দর্শক আসছে। তরুণরা নেশার ছোবল থেকে বাঁচার উপলক্ষ পাচ্ছে। কিন্তু এবারের টুর্নামেন্টটি ভিন্ন রকমেরই। অ™ভুত বললেও ভুল হবে না। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনী লিমিটেডের সঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই আবাহনী নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না। এরপর শোনা গেল, ভারতীয় ক্লাব গোকোলাম কেরালা খেলবে আবাহনীর পরিবর্তে। ম্যাচের সূচি ঠিক আছে বলেই জানা গিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই বদলে যায় ম্যাচের সূচি। বসুন্ধরা কিংসের ম্যাচ আরও একদিন পিছিয়ে কাল অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ গোকোলাম কেরালা। কিন্তু বসুন্ধরা কিংস গতকাল সকালে বন্দর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ও জানতো না তাদের ম্যাচ পিছিয়েছে। পাশাপাশি চেন্নাই সিটি বনাম তেরেনগানু ম্যাচও একদিন পিছিয়েছে। নতুন ফিকশ্চার অনুযায়ী আজ রেস্ট ডে থাকছে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। সূচি পরিবৃর্তন নিয়ে আলী আব্বাস বলেন, ‘গোকোলাম কেরালা আসতে দেরি করছে বলেই এই পরিবর্তন করতে হলো। ওদের টিকিট পেতে দেরি হয়েছে।’ তারপরও প্রশ্ন থেকে যায়। সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো দল নিজেদেরকে প্রত্যাহার করে নিলে বাকি দলগুলো নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এখানে তড়িঘড়ি করে আরও একটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়েই সূচিতে পরিবর্তন আনতে হলো।
শিরোনাম
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
হঠাৎ পেছাল কিংসের ম্যাচ
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনীর সঙ্গে। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর