শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ধারাবাহিকভাবে দারুণ এ আয়োজনের জন্য চট্টগ্রাম আবাহনীকে কৃতিত্ব দিতেই হয়। ফুটবল নিয়ে মেতে থাকছে চট্টগ্রামের মানুষ। মাঠে দর্শক আসছে। তরুণরা নেশার ছোবল থেকে বাঁচার উপলক্ষ পাচ্ছে। কিন্তু এবারের টুর্নামেন্টটি ভিন্ন রকমেরই। অ™ভুত বললেও ভুল হবে না। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনী লিমিটেডের সঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই আবাহনী নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না। এরপর শোনা গেল, ভারতীয় ক্লাব গোকোলাম কেরালা খেলবে আবাহনীর পরিবর্তে। ম্যাচের সূচি ঠিক আছে বলেই জানা গিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই বদলে যায় ম্যাচের সূচি। বসুন্ধরা কিংসের ম্যাচ আরও একদিন পিছিয়ে কাল অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ গোকোলাম কেরালা। কিন্তু বসুন্ধরা কিংস গতকাল সকালে বন্দর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ও জানতো না তাদের ম্যাচ পিছিয়েছে। পাশাপাশি চেন্নাই সিটি বনাম তেরেনগানু ম্যাচও একদিন পিছিয়েছে। নতুন ফিকশ্চার অনুযায়ী আজ রেস্ট ডে থাকছে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। সূচি পরিবৃর্তন নিয়ে আলী আব্বাস বলেন, ‘গোকোলাম কেরালা আসতে দেরি করছে বলেই এই পরিবর্তন করতে হলো। ওদের টিকিট পেতে দেরি হয়েছে।’ তারপরও প্রশ্ন থেকে যায়। সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো দল নিজেদেরকে প্রত্যাহার করে নিলে বাকি দলগুলো নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এখানে তড়িঘড়ি করে আরও একটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়েই সূচিতে পরিবর্তন আনতে হলো।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
হঠাৎ পেছাল কিংসের ম্যাচ
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনীর সঙ্গে। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর