শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ধারাবাহিকভাবে দারুণ এ আয়োজনের জন্য চট্টগ্রাম আবাহনীকে কৃতিত্ব দিতেই হয়। ফুটবল নিয়ে মেতে থাকছে চট্টগ্রামের মানুষ। মাঠে দর্শক আসছে। তরুণরা নেশার ছোবল থেকে বাঁচার উপলক্ষ পাচ্ছে। কিন্তু এবারের টুর্নামেন্টটি ভিন্ন রকমেরই। অ™ভুত বললেও ভুল হবে না। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনী লিমিটেডের সঙ্গে। টুর্নামেন্ট শুরুর আগেই আবাহনী নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না। এরপর শোনা গেল, ভারতীয় ক্লাব গোকোলাম কেরালা খেলবে আবাহনীর পরিবর্তে। ম্যাচের সূচি ঠিক আছে বলেই জানা গিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করেই বদলে যায় ম্যাচের সূচি। বসুন্ধরা কিংসের ম্যাচ আরও একদিন পিছিয়ে কাল অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ গোকোলাম কেরালা। কিন্তু বসুন্ধরা কিংস গতকাল সকালে বন্দর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ও জানতো না তাদের ম্যাচ পিছিয়েছে। পাশাপাশি চেন্নাই সিটি বনাম তেরেনগানু ম্যাচও একদিন পিছিয়েছে। নতুন ফিকশ্চার অনুযায়ী আজ রেস্ট ডে থাকছে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। সূচি পরিবৃর্তন নিয়ে আলী আব্বাস বলেন, ‘গোকোলাম কেরালা আসতে দেরি করছে বলেই এই পরিবর্তন করতে হলো। ওদের টিকিট পেতে দেরি হয়েছে।’ তারপরও প্রশ্ন থেকে যায়। সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো দল নিজেদেরকে প্রত্যাহার করে নিলে বাকি দলগুলো নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এখানে তড়িঘড়ি করে আরও একটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়েই সূচিতে পরিবর্তন আনতে হলো।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
হঠাৎ পেছাল কিংসের ম্যাচ
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ বসুন্ধরা কিংসের খেলার কথা আবাহনীর সঙ্গে। কিন্তু তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তা আর হচ্ছে না।
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর