লা লিগার চলতি মৌসুমে শুরুর দিকে রিয়াল মাদ্রিদই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। বার্সেলোনা শীর্ষস্থান দখল করে নবম রাউন্ডে। এরপর বার বার সুযোগ পেয়েও ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা পয়েন্ট হারালে রিয়ালও পয়েন্ট হারিয়েছে। অবশেষে সুযোগটা কাজে লাগিয়ে শীর্ষে ওঠে এল লস ব্ল্যাঙ্কোসরা। রবিবার গভীর রাতে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে ভ্যায়াদলিদকে। গোল করেছেন ন্যাচো। এ জয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।
২১ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৪৩। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৩৮ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদ নেমে গেছে পাঁচে (৩৬ পয়েন্ট)।