মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিউজিল্যান্ডের শততম জয়

ক্রীড়া ডেস্ক

ট্রেন্ট বোল্ট আর টিম সাউদির বোলিং তোপের সামনে গুঁড়িয়ে গেল ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন। ওয়েলিংটনে ১০ উইকেটের দারুণ এক জয় পেল নিউজিল্যান্ড। স্পর্শ করল শততম টেস্ট ম্যাচ জয়ের মাইলফলক। নিউজিল্যান্ডের আগে এই মাইলফলক স্পর্শ করেছে অস্ট্রেলিয়া (৩৯৩টি), ইংল্যান্ড (৩৭১টি), ওয়েস্ট ইন্ডিজ (১৭৪টি), দক্ষিণ আফ্রিকা (১৬৫টি), ভারত (১৫৭টি) এবং পাকিস্তান (১৩৮টি)। এবার শততম জয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা (৯২টি জয়)। নিউজিল্যান্ড শততম টেস্ট জয়ের জন্য খেলল ৪৪১টি ম্যাচ। ট্রেন্ট বোল্ট আগেরদিনই জয়ের প্ল্যাটফর্মটা প্রস্তুত করে রেখেছিলেন। তার দুরন্ত বোলিংয়ে (৪ উইকেট শিকার) কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। বাকি কাজটুকু আরও সহজ করে দেন টিম সাউদি (৫ উইকেট)। গতকাল ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের আগেই ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৯১ রানে। মাত্র ৯ রানের লক্ষ্য পাড়ি দিতে ২ ওভারও লাগেনি কিউইদের। টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ভারত টানা সাত জয়ের পর প্রথম হারের তিক্ত স্বাদ পেল। অন্যদিকে টেস্টে নিউজিল্যান্ড টানা তিন হারের পর জয় পেয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর