রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

তফসিল ঘোষণা ৩ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে বাফুফের নির্বাচন পেছানোর দাবি করেছেন ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়। বৃহস্পতিবার তিনি টেলিফোনে সভাপতি কাজী সালাউদ্দিনকে পেছানোর অনুরোধ রাখেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা সালাউদ্দিন ও বাদলের। তবে বাফুফে সেই পথে হাঁটছে না। ২০ এপ্রিলই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল বাফুফের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন প্রথম সভায় বসেছিল। সেখানে ঘোষিত ২০ এপ্রিল নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ৩ এপ্রিল তফসিল ঘোষণার। সভা শেষে নির্বাচন কমিশন প্রধান মেজবাহ উদ্দিন বলেছেন, ‘আমরা নির্বাচন উপলক্ষে প্রথম সভা করলাম। ঘোষিত তারিখেই নির্বাচনের প্রস্তুতি আছে।’

 ৩ এপ্রিল তফসিল ঘোষণা করব।

 এর আগে বাফুফে আমাদের ভোটার তালিকা হস্তান্তর করবে। করোনাভাইরাসে নির্বাচন করা কি সম্ভব? এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। পরিস্থিতি নাজুক হলে পরবর্তী করণীয় কি হবে সেটাও বাফুফে নির্ধারণ করবে। এখানে নির্বাচন কমিশন কোনো হস্তক্ষেপ করবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর