বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন মামুনুল

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন মামুনুল

৭০ ও ৮০’র দশকে ঘরোয়া ফুটবলে তারকার কমতি ছিল না। এখন ফুটবলে যে মান কাউকে তারকা বলা মানে হাস্যকরে পরিণত হওয়া। অবশ্য এক্ষেত্রে মামুনুল ইসলাম ব্যতিক্রমই বলা যায়। পারফরম্যান্স প্রমাণ করেই তিনি এখন দেশের অন্যতম সেরা ফুটবলার। ২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নকে চ্যাম্পিয়ন করানোর পেছনে বড় ভূমিকা রাখেন মামুনুল। সে থেকে কর্মকর্তা ও দর্শকের নজরে আসেন। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর মতো বড় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রতিটি দল থেকেই ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে তার।

২০০৭ সালে মারদেকা কাপে জাতীয় দলে অভিষেক তার। দীর্ঘ ১৪ বছর ধরে লাল-সবুজের জার্সি পরে মাঠে নামছেন। বড় প্রাপ্তি ২০১০ সালে ঢাকায় এস এ গেমসে সোনা জয়। যোগ্যতা দিয়েই তিনি জাতীয় দলের অধিনায়ক হন। কিন্তু দেশকে উপহার দিতে পারেননি কোনো ট্রফি। এখন নতুনদেরও সুযোগ করে দিতে জাতীয় দল থেকে অবসর নিতে চান। নিজেই জানালেন, ‘যদি বিশ্বকাপ বাছাই পর্বে চূড়ান্ত দলে সুযোগ পায় তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বিদায় জানানোর চিন্তা করছি। এরপর ঘরোয়া আসরে খেলতে চাই। সরে না গেলে নতুনদের সুযোগ ঘটবে কীভাবে? তাই জাতীয় দলকে বিদায় জানানোটা উত্তম মনে করছি।

ফুটবল নতুনভাবে জেগে উঠছে। আমার বিশ্বাস নতুনরা সুযোগ পেলে দেশ উপকৃত হবে।’

সর্বশেষ খবর