দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে কাঁদছে সবাই। শোকস্তব্ধ গোটা বিশ্ব। ফুটবল কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা ম্যাচে ফুটবল জাদুকর ম্যারাডোনার সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দলের ক্রিকেটাররা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে আরিফুলের ছক্কা বৃষ্টিতে জয় পেয়েছিল খুলনা। মেহেদি হাসানের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতেছিল রাজশাহী। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী। সাকিব, মাহমুদুল্লাহ, ইমরুলের খুলনাকে ১৬ বল হাতে রেখে হারিয়েছে ৬ উইকেটে। প্রথম ম্যাচের মতো গতকালও ব্যর্থ ছিলেন সাকিব। ১২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে হারিয়েছে বেক্সিমকো ঢাকাকে। প্রথমে ব্যাট করতে নেমে ৮৮ রানে অলআউট হয়ে যায়। পরে চট্টগ্রাম ১ হারিয়ে ৯০ রান তুলে নেয়।