মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

টানা পঞ্চম জয় রিয়ালের

ক্রীড়া ডেস্ক

টানা পঞ্চম জয় রিয়ালের

এইবারের বিরুদ্ধে ম্যাচে গোলের পর রিয়ালের ফুটবলারদের উচ্ছ্বাস -এএফপি

দুরন্ত ফর্মে রয়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে এই ফরাসি স্ট্রাইকার একের পর এক গোল করছেন। আবার সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। পরশু রাতে প্রতিপক্ষ এইবারের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে ফরাসি স্ট্রাইকার গোল করেছেন একটি এবং গোল করিয়েছেন লুকা মদ্রিচ ও লুকা ভাসকেচকে দিয়ে। এই জয়ে স্প্যনিশ লিগের সবচেয়ে সফল দলটি উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ১৪ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট ২৯। সমান ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। অবশ্য দিয়াগোর সিমোনের দলটি একটি ম্যাচ কম খেলেছে। সব প্রতিযোগিতা মিলে রিয়ালের এটি টানা পঞ্চম জয়। তিনে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ১৫ ম্যাচে ২৬, চারে থাকা ভিলারিওলের পয়েন্ট ২৫ এবং বার্সেলোনা ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চমে।

ফরাসি ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার বেনজেমা গোল করেই চলেছেন। চলতি লিগে তার গোল সংখ্যা ৭টি এবং শেষ চার ম্যাচে করেছেন ৫ গোল। সব মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (লিগ ওয়ান বাদে) ফরাসিদের মধ্যে বেনজেমাই এখন সর্বোচ্চ গোলদাতা (১৭৬)। তিনি টপকে গেছেন থিয়েরি অঁরিকে (১৭৫)। বেনজেমার পারফরম্যান্সে উচ্ছ্বসিত রিয়ালের কোচ জিনেদিন জিদান, ‘বেনজেমা এখন সম্পূর্ণ অন্য মাত্রার খেলোয়াড়।’ পরশু রাতে এইবারকে হারাতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। যদিও ম্যাচের ব্যবধান ৩-১। তারপরও স্বাগতিক দল এইবার বারবার পাল্টা আক্রমণ করে ব্যতিব্যস্ত করে রেখেছিল জিদান বাহিনীকে। এরমধ্যে রেফারি স্বাগতিকদের একটি পেনাল্টির দাবি নাকচও করে দেন। তবে শুরুর ১৫ মিনিটের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। ৬ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন বেনজেমা। সতীর্থ রদ্রিগোর পাসে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ফরাসি স্ট্রাইকার (১-০)। ১৩ মিনিটে গোল সংখ্যা ২-০ করে রিয়াল। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে বেনজেমা গোল করান মদ্রিচকে দিয়ে। ২৮ মিনিটে ব্যবধান ১-২ করে গার্সিয়ার গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে নেয় রিয়াল। বেনজেমার কাছ থেকে বল পেয়ে ভাসকেজ ব্যবধান ৩-১ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। কিন্তু এইবার বারবার আক্রমণ করে সফরকারীদের চাপে বন্দী করে রেখেছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর