মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

পাঁচ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পল্টনের শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা। প্রতিযোগিতার সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেবে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের জাতীয় কাবাডি দল।

গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রতিযোগিতার লোগো উম্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর