১৪ জুন এএফসি ক্লাব কাপের পর্দা ওঠার কথা ছিল। হঠাৎ আয়োজক মালদ্বীপ করোনার কারণ দেখিয়ে এএফসিকে টুর্নামেন্ট স্থগিত করার অনুরোধ রাখে। এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা তাতে রাজিও হয়ে যায়। পরবর্তীতে ২৭ জুন থেকে ৬ জুলাই এএফসি নতুন শিডিউল ঘোষণা করে। তবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসিকে চিঠি দেয় টুর্নামেন্ট পেছাতে। লিগ ছাড়া অন্য শিডিউলে ব্যস্ত থাকায় ওই সময় খেলা সম্ভব নয় বলে জানিয়ে দেয় কিংস। দেরিতে হলেও সবকিছু বিবেচনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন বসুন্ধরার আবেদনে সাড়া দিয়েছে।
নতুন শিডিউল অনুযায়ী এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা হবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। তার আগে ১৫ আগস্ট বেঙ্গালুরু এএফসি ও ঈগলস ক্লাব প্লে-অফ ম্যাচে লড়বে।
বিজয়ী দল ‘ডি’ গ্রুপে খেলবে। গ্রুপে অন্য দুটি দল হচ্ছে এটিকে মোহনবাগান ও মার্জিয়া স্পোর্টস। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান শিডিউল পরিবর্তনে এএফসিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, যেহেতু আগস্টে খেলা আমরাও আয়োজক হতে চাই। এএফসিকে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্তের কথা জানাব।