শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

তিন ফেবারিটই নকআউটে

মৃত্যুকূপ থেকে উদ্ধার ফ্রান্স-জার্মানি-পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

তিন ফেবারিটই নকআউটে

ইউরো কাপে গ্রুপ পর্বের শেষ দিন দারুণ লড়াই হলো। ফ্রান্স-পর্তুগাল ড্র করল ২-২ গোলে। একই ব্যবধানে ড্র করেছে জার্মানি-হাঙ্গেরি। ইউরোপিয়ান ফুটবলের তিন পরাশক্তিই গ্রুপ অব ডেথের বাধা ডিঙিয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে। এদিন বিশেষ ঘটনার স্বাক্ষী হলো বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় খেলা দেখতে আসা ৫০ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী। ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।

ইরানের সাবেক ফুটবলার আলি দাইয়ি ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন। ছাড়িয়ে যান হাঙ্গেরিয়ান ফুটবল কিংবদন্তি ফেরেনচ পুসকাসকে (৮৫ ম্যাচে ৮৪ গোল)। ঠিক সেই বছরই আন্তর্জাতিক ফুটবলে যাত্রা হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। এরপর থেকে একের পর এক রেকর্ড গড়তেই থাকেন তিনি। বিশ্বকাপ ও ইউরো কাপ বাছাই পর্বে ৩১টি করে মোট ৬২টি গোল করেছেন। বিশ্বকাপে ৭টি ও ইউরো কাপে ১৪টি গোল করেছেন তিনি। এছাড়াও উয়েফা নেশন্স লিগে ৫টি, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১৯টি ও কনফেডারেশনস কাপে ২টি গোল করেন রোনালদো। সাবেক এ রিয়াল মাদ্রিদ তারকার দারুণ পারফরম্যান্সেই বুধবার ফ্রান্সকে ২-২ গোলে আটকে রেখেছিল পর্তুগাল। পেনাল্টি থেকে দুটি গোলই করেন রোনালদো। ফ্রান্সের দুটি গোল করেন করিম বেনজেমা।

বুধবার ফ্রান্স-পর্তুগাল লড়াইয়ের দিকে সবার নজর ছিল। তবে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালাইঞ্জ অ্যারিনাতেও দারুণ লড়াই হয়েছে। জার্মানিকে ২-২ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। দুই দুইবার এগিয়ে গিয়েছিল পুসকাসের দেশ। ১১ মিনিটে অ্যাডাম এসজালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। ৬৬ মিনিটে জার্মানির পক্ষে গোল পরিশোধ করেন কাই হ্যাভার্টজ। দুই মিনিট পরই আন্দ্রাস স্কাফারের গোলে ফের এগিয়ে যায় হাঙ্গেরিয়ানরা। ৮৪ মিনিটে গোরেজকার গোলে আবারও সমতায় ফিরে জার্মানরা। এ ড্রয়ে এফ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে নকআউটপর্ব নিশ্চিত করে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠে আসে ফরাসিরা। পর্তুগাল তিন নম্বরে থেকেও নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ অব ডেথ (মৃত্যুকূপ!) থেকে তিনটা ফেবারিট দলই বেরিয়ে এল সফলতার সঙ্গে। তবে সামনের পথ আরও কঠিন।

নকআউটপর্বে (শেষ ষোলো) কঠিন লড়াই অপেক্ষা করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে। রবিবার গভীর রাতে তারা স্পেনের লা কার্তুজা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের। কঠিন লড়াই অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনেও। তারা শেষ ষোলোতে মুখোমুখি হবে জার্মানির। এই ম্যাচ নিয়ে এরই মধ্যে ইউরোপিয়ান মিডিয়ায় বেশ আলোচনা চলছে। বিশেষ করে ইংল্যান্ড-জার্মানির পুরনো লড়াইগুলো ফিরে আসছে এ আলোচনায়। এছাড়াও কঠিন ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-স্পেন। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ইতালি। আজ্জুরিরা অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে শেষ ষোলোতে। নেদারল্যান্ডস খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। ওয়েলস-ডেনমার্ক, ফ্রান্স-সুইজারল্যান্ড ও সুইডেন-ইউক্রেন ম্যাচও কম চ্যালেঞ্জিং হবে না!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর