শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

আরও একবার ‘মেসি শো’!

শেষ আটের লড়াই

ক্রীড়া ডেস্ক

আরও একবার ‘মেসি শো’!

লিওনেল মেসিকে নিয়ে আলোচনার কি কোনো শেষ আছে! বার্সেলোনার বন্ধনমুক্ত হয়ে গেছেন আর্জেন্টাইন তারকা। ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে এরই মধ্যে মেসির কাছে প্রস্তাবনা এসেছে। এমন খবর মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বারবার সমর্থকদের আশ্বস্ত করছেন, মেসির সঙ্গে চুক্তির বিষয়টা চূড়ান্ত। কেবল সময়ের প্রয়োজন। এদিকে কোপা আমেরিকার সব আলোও কেড়ে নিয়েছেন মেসি। প্রতিদিনই নতুন নতুন চমক উপহার দিচ্ছেন তিনি। ফ্রি কিকে, এসিস্টে কিংবা গোল করে ভক্তদের মনে আনন্দধারা বইয়ে দিচ্ছেন। আরও একবার মেসিভক্তদের সামনে দারুণ সুযোগ। কাল সকালে ব্রাজিলিয়ান শহর গোইয়াসের অলিম্পিক স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইকুয়েডরের।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার চার ম্যাচেই নায়ক ছিলেন লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে বড় জয়ে (৪-১) মেসি দুটি গোল করেছেন। একটি গোলে এসিস্টও করেছেন। চিলির বিপক্ষে ড্রয়ে (১-১) গোলটি করেছেন মেসি। এ ছাড়া উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও ছিল মেসির প্রত্যক্ষ ভূমিকা। এখনো পর্যন্ত এবারের কোপা আমেরিকায় মেসিই সর্বোচ্চ গোলদাতা (৩টি)। দুটি করে গোল আছে নেইমারসহ আরও কয়েকজনের। কোপা আমেরিকায় আরও একবার সেরা ফুটবলার হওয়ার পথেই ছুটছেন মেসি। অবশ্য আর্জেন্টাইন তারকার লক্ষ্য কোপা আমেরিকার ট্রফি। এর আগে এ টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলেও শিরোপাহীন তিনি। এবার আর কোনো ভুল করতে রাজি নন মেসি!

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত বেশ ভালো। এ দলের বিপক্ষে ৩৬ ম্যাচ খেলে ২১ ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। ৫ ম্যাচে জয় পেয়েছে ইকুয়েডর। দুই দল ড্র করেছে ১০ ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষে গত ১০ ম্যাচে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। হেরেছে দুটিতে। সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয় ২০১৫ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। এরপর টানা তিন ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছেন মেসিরা। গত বছরের অক্টোবরেও ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

সবদিক থেকে ফেবারিট হিসেবেই কাল সকালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডর।

ড্র করেছে পেরু ও ভেনেজুয়েলার সঙ্গেও। এই ইকুয়েডরও ভয়ংকর হয়ে উঠতে পারে আর্জেন্টিনার জন্য।

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল হওয়ার দারুণ সম্ভাবনা দেখা দিয়েছে। ইকুয়েডরকে হারাতে পারলে সেমিতে আর্জেন্টিনার দেখা হতে পারে উরুগুয়ে/কলম্বিয়ার। অন্যদিকে ব্রাজিল সব বাধা পাড়ি দিতে পারলে আরও একবার কোপা আমেরিকার ফাইনালে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ক্ল্যাসিক লড়াই!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর