রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

তৃতীয় হয়ে বাড়ি ফিরল কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

তৃতীয় হয়ে বাড়ি ফিরল কলম্বিয়া

কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করে বাড়ি ফিরল কলম্বিয়া। গতকাল সকালে স্থান নির্ধারণী ম্যাচে পেরুকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়া। সেমিফাইনালে ব্রাজিলের কাছে পেরু এবং আর্জেন্টিনার কাছে কলম্বিয়া হেরেছিল।

গতকাল পাঁচ গোলের দারুণ এক ম্যাচ দেখলেন দর্শকরা। ম্যাচে শুরুতে এগিয়ে যায় পেরু। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করেন পেরুভিয়ান ফুটবলার ইয়োশিমার ইয়োতিন। অবশ্য সমতায় ফিরতে ও এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চার মিনিটেই সমতায় ফিরে তারা। গোল করেন হুয়ান কুয়াডরাডো (৪৯)। এরপর ৬৬ মিনিটে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচটা ২-২ ব্যবধানে শেষ হতে পারতো। টাইব্রেকারে গড়াতে পারতো দুই দলের লড়াই। তবে লুইস ডিয়াজ যোগ করা সময়ের শেষদিকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন। এই নিয়ে এবারের কোপা আমেরিকায় চার গোল করলেন ডিয়াজ।

লিওনেল মেসিও চার গোল করেছেন। অবশ্য ফাইনালে গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে মেসির সামনে।

সর্বশেষ খবর