শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

হারারেতে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। অ্যাঙ্কেলের ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দেশে ফিরছেন মুশফিকুর রহিমও। দুই তারকা ক্রিকেটারকে এক সঙ্গে না পাওয়াটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডের প্রস্তুতি ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন টাইগাররা। তাই উজ্জীবিত হয়েই মাঠে নামার কথা। কিন্তু দলের সেরা দুই তারকা না থাকায় বেশি সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের।

অধিনায়ক তামিম ইকবালও পুরোপুরি সুস্থ নন। তবে আগ্রাসী সাকিব আল হাসানকে পাচ্ছে দল। তা ছাড়া অন্যরাও পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন। দুই তারকা না থাকায় অন্যদের জন্য একটা দারুণ একটা সুযোগ।

ওয়ানডেতে জিম্বাবুয়ে এখন বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ নয়। কিছুদিন আগেই তাদের হোয়াইটওয়াশ করেছেন তামিমরা। তবে নিজেদের মাঠে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত জিম্বাবুয়েও। যদিও টেস্টে বিশাল জয়ে টাইগাররা নিজেদের সামর্থ্য বুঝিয়ে দিয়েছেন। এখন পছন্দের ফরম্যাট ওয়ানডেতে কেমন করে সেটাই দেখার অপেক্ষা।

সর্বশেষ খবর