মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে শেখ জামালের জয়

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। দলের পক্ষে গোল দুটি করেন সুলেমান সিল্লাহ এবং ওমর জোবে।

ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল। দুই দলই দুর্দান্ত খেলছিল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচটা। তবে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে সমতা ভাঙেন সুলেমান সিল্লাহ। ম্যাচের ৫৯ মিনিটে ওমর জোবের পাসে বল পেয়ে গোল করেন সুলেমান সিল্লাহ। লিগে চলতি মৌসুমে অষ্টম গোল করলেন এই গাম্বিয়ান ফুটবলার। এর কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান শেখ জামালের আরেক গাম্বিয়ান ফুটবলার ওমর জোবে। ৬৬ মিনিটে উজবেক ফুটবলার ওতাবেকের পাসে বল পেয়ে গোল করেন তিনি। লিগে এই নিয়ে ১৫ গোল করলেন ওমর জোবে। তালিকায় তিনি যৌথভাবে দুই নম্বরে আছেন। ১৫ গোল করেছেন বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন ফুটবলার রাউল বেসেরাও। লিগে চলতি মৌসুমে ১৭ গোল করে শীর্ষে অবস্থান করছেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো।

এ জয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে অবস্থান করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ রাসেল ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে আছে। লিগে শিরোপা লড়াইয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। আর চার ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে অস্কার ব্রুজোনের শিষ্যদের। সামনে অবশ্য শেখ জামালের ম্যাচ আছে বসুন্ধরা কিংসের সঙ্গে। লিগ জমে উঠতে পারে সেই ম্যাচে। এদিকে আরেক ম্যাচে সাইফ স্পোটিং ৪-৩ গোলে হারায় আরামবাগকে।

সর্বশেষ খবর