রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৩৩ বছরের রেকর্ড ভাঙলেন থম্পসন

রাশেদুর রহমান

৩৩ বছরের রেকর্ড ভাঙলেন থম্পসন

অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট। ছেলেদের হোক কিংবা মেয়েদের, দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়ায় এ ইভেন্ট। সারা দিন টিভির পর্দায় অলসভাবে চোখ রাখলেও স্প্রিন্টের সময় টানটান হয়ে যায় সবাই। দল বেঁধে এ ইভেন্ট দেখে। পছন্দের তারকার পক্ষে বাজিও ধরে অনেকে। গতকাল টোকিও অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টও তেমনই উত্তেজনা ছড়াল। শেলি অ্যান ফ্রেসার প্রাইসকে হারিয়ে আবারও অলিম্পিকের সেরা হলেন এলাইন থম্পসন।

গতকাল টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে অলিম্পিক রেকর্ড গড়েছেন এলাইন থম্পসন ১০.৬১ সেকেন্ড টাইমিং করে। ৩৩ বছরের পুরনো রেকর্ডটা নিজের দখলে নিলেন তিনি। ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিউল অলিম্পিকে ১০.৬২ সেকেন্ড টাইমিং করে রেকর্ডটা গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ। এত দিন অক্ষত ছিল রেকর্ডটি। দীর্ঘদিন পর উসাইন বোল্টের দেশের মেয়ে এলাইন থম্পসন নিজের করে নিলেন রেকর্ডটি।

 

আবারও তিন জ্যামাইকান...

১৩ বছর আগের ঘটনা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জ্যামাইকার অ্যাথলেটরা। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তিনটি পদকই জিতে নেন তারা। শেলি অ্যান ফ্রেসার প্রাইস (সোনা), শেরোন সিম্পসন (রুপা), কেরন স্টুয়ার্ট (রুপা)। ১০.৭৮ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছিলেন ফ্রেসার প্রাইস। ১০.৯৮ সেকেন্ড টাইমিং করা শেরোন সিম্পসন ও কেরন স্টুয়ার্ট দুজনই পেয়েছিলেন রুপার পদক। ১৩ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি দেখল বিশ্ব। গতকাল একইভাবে জ্যামাইকার তিন মানবী ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে ছুটে গেলেন তিনটি পদকের লক্ষ্যে।

ফাইনালে আটজন অ্যাথলেটের মধ্যে তিনজনই ছিলেন জ্যামাইকার। তখনই সবাই ভাবছিলেন, এবারও কি জ্যামাইকার তিনজনই তিন পদক জিতে নেবেন! দর্শকদের ধারণা বাস্তবে প্রমাণ করলেন এলাইন থম্পসনরা। জ্যামাইকার তিনজনের সঙ্গে ফাইনাল লড়াইয়ে ছিলেন আইভরি কোস্টের ম্যারি জোসে টা লু। তিনি ১০.৯১ সেকেন্ড টাইমিং করে চতুর্থ হন। লড়াইয়ে ছিলেন সুইজারল্যান্ডের আয়লা ডেল পন্তে (১০.৯৭ সেকেন্ড) ও মুজিঙ্গা ক্যামবুন্ডজি (১০.৯৯ সেকেন্ড)। এ ছাড়া ছিলেন যুক্তরাষ্ট্রের তিয়াহনা ড্যানিয়েলস ও গ্রেট ব্রিটেনের ড্যারিল নেইটা। দুজনেরই ১১ সেকেন্ডের বেশি সময় লেগেছে স্প্রিন্ট শেষ করতে।

সর্বশেষ খবর