শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারোত্তোলনে তিন বিশ্বরেকর্ড লাশার

ভারোত্তোলনে তিন বিশ্বরেকর্ড লাশার

ছেলেদের ১৯০ কেজি ওজন শ্রেণিতে তিন বিশ্বরেকর্ড গড়ে অলিম্পিকে সোনা জিতেছেন জর্জিয়ার ভারোত্তোলক লাশা তালাখাজে।

ইরানের আলি দেভৌদি রৌপ্য ও ব্রোঞ্জ জেতেন সিরিয়ার আসাদ। প্রতিযোগিতায় সোনা জয়ের লড়াইয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়েছিলেন লাশা। তিন-তিনটি বিশ্বরেকর্ড গড়া ক্রীড়াবিদ নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। জর্জিয়ান এই তারকা ম্যাচে ২২৩ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েন। তারপর ক্লিন অ্যান্ড জার্কে ২৬৫ কেজি তুলে গড়েন দ্বিতীয় বিশ্বরেকর্ড। সব মিলিয়ে ৪৮৮ কেজি উত্তোলনে তৃতীয় বিশ্বরেকর্ড। ইরানের আলি দেভৌদি স্নাচ তুলেন ২০০ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৪২১ কেজি। সব মিলিয়ে ৪৪১ কেজি তুলে রৌপ্য পদক নিশ্চিত করেন। ২০১৬ সালে লিও অলিম্পিকে ১৫তম হলেও এবার ব্রোঞ্জ জেতেন সিরিয়ার আসাদ।

 

সর্বশেষ খবর