বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এবার ক্লাব ফুটবলের ডামাডোল

ক্রীড়া ডেস্ক

এবার ক্লাব ফুটবলের ডামাডোল

গত প্রায় দুই মাস বিশ্ব মেতেছিল আন্তর্জাতিক ফুটবল ও অলিম্পিক নিয়ে। ইউরো কাপ, ও কোপা আমেরিকার লড়াইয়ের পাশাপাশি ছিল কনকাকাফ গোল্ড কাপের আসরও। কোপা আমেরিকায় লিওনেল মেসির বিজয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয় করেছেন মেসিরা। ইউরো কাপে ইতালিয়ান ফুটবলের নবজাগরণ দেখেছে বিশ্ব। ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপসেরার মুকুট পরেছে ইতালি। এরপর গত মাসের শেষদিক থেকে শুরু হয় অলিম্পিকের লড়াই। সব শেষ হওয়ার পর এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে মেতে উঠার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইংল্যান্ড ও স্পেনের ফুটবল নিয়েই চর্চাটা বেশি হয়। রোনালদোর কারণে ইতালির ফুটবল নিয়েও এখন বেশ আলোচনা হয়। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর ফ্রান্সের ফুটবল নিয়ে চর্চাও বেশ বেড়ে যাবে। সামনের শনিবারেই মেসিকে পিএসজির জার্সিতে মাঠে দেখা যেতে পারে। অবশ্য ফ্রেঞ্চ লিগ ওয়ান নতুন মৌসুমে যাত্রা করেছে ৭ আগস্ট থেকে। একটি করে ম্যাচ খেলেছে ফ্রেঞ্চ লিগের দলগুলো। তবে বাকি চারটি শীর্ষ লিগ শুরু হওয়ার অপেক্ষায়।

লিওনেল মেসিহীন লা লিগা শুরু হবে কাল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া-গেটাফে। মেসিকে ছাড়া বার্সেলোনা মাঠে নামবে রবিবার মধ্যরাতে। তাদের প্রতিপক্ষ রিয়াল সুসিদাদ। রিয়াল মাদ্রিদ শনিবার মুখোমুখি হচ্ছে অ্যালাভেসের। এছাড়াও লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হবে সেল্টা ভিগোর।

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে কাল। প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে আর্সেনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি রবিবার মুখোমুখি হবে টটেনহ্যামের। এছাড়াও ফেবারিট লিভারপুল, চেলসি, ম্যানইউ মাঠে নামছে শনিবার। ইতালিয়ান সিরি এ লিগে রোনালদোদের যাত্রা হচ্ছে ২২ আগস্ট। জুভেন্টাস প্রথম ম্যাচে মুখোমুখি হবে অডিনেসের। ইতালিয়ান সিরি এ শুরু হবে ২১ আগস্ট ইন্টার মিলান ও জেনোয়ার ম্যাচ দিয়ে। এছাড়া জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে শুক্রবার থেকে। প্রথমদিনেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ব্যভারিয়ানরা মুখোমুখি হবে বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের।

সর্বশেষ খবর