শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

টেস্ট চুক্তিতে নেই মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট চুক্তিতে নেই মাহমুদুল্লাহ

টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটে তিন অধিনায়কের নেতৃত্বে অনেক দিন ধরেই খেলছে বাংলাদেশ। এক সময় তিন ফরম্যাটের ক্রিকেটারদের  সঙ্গে একসঙ্গে চুক্তি করত। এখন থেকে তিন ফরম্যাটে আলাদা করে চুক্তি করছে। আগামী মৌসুমের জন্য গত পরশু ২৪ ক্রিকেটারের সঙ্গে চুক্তির কথা বলেছে বিসিবি। টি-২০ বিশ্বকাপ খেলবেন না বলে টি-২০ চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের পর অবসরের ঘোষণা দিলে সাদা পোশাকে বাদ দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে তিন ফরম্যাটেই রয়েছেন পাঁচ ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ২৪ ক্রিকেটারের মধ্যে ১৪ জন টেস্টে, ওয়ানডেতে ১২ এবং টি-২০ ক্রিকেটে ১৫ জন। গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন ও নাঈম হাসান। চুক্তির মেয়াদ কাল ৬ মাসের জন্য মে থেকে ডিসেম্বর পর্যন্ত।

 

সর্বশেষ খবর