মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সাকিব ছাড়াই কলকাতার বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে মে মাসের পর আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে টি-২০ টুর্নামেন্টটি। তবে পরিবর্তন হয়েছে ভেন্যুর। ভারতের বদলে খেলাগুলো হচ্ছে ‘মরু রাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে। গতকাল কলকাতা নাইট রাইডার্স খেলতে নেমেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচে কলকাতার হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের সাকিব আল হাসান। তবু সহজভাবে ম্যাচ জিতেছে কলকাতা। ৯ উইকেটে পরাজিত করেছে কোহলির  বেঙ্গালুরুকে। টসে জিতে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু সুবিধাই করতে পারেনি। বরণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলের মারাত্মক বোলিংয়ে তারা ৯২ রানে অলআউট হয়ে যায়। ৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কলকাতার উদ্বোধনী জুটিতেই ৮২ রান যোগ হয়। গিল ৩৪ বলে সর্বোচ্চ ৪৮, ভেংকটেশ ২৭ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল কলকাতা। বেঙ্গালুরুর হয়ে কোহলি শেষবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী মৌসুমে দলের হয়ে খেললেও বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন না।

সর্বশেষ খবর