শিরোনাম
সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাফে ভিএআর রাখার দাবি জামালের

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। তবুও বাংলাদেশের বিপক্ষে উজবেক রেফারি দেওয়া পেনাল্টি নিয়ে বিতর্ক কাটছে না। ওই ম্যাচে নেপালকে হারালেই বাংলাদেশ ফাইনাল খেলত। ৮৮ মিনিট পর্যন্ত সুমন রেজার গোলে বাংলাদেশ এগিয়ে ছিল। এমন সময় ফাউলের বাঁশি বাজিয়ে রেফারি নেপালকে পেনাল্টি দেয়। ১-১ গোলে সমতায় ফাইনালে চলে যায় নেপাল। ডি বক্সে সাদ উদ্দিনের বিপক্ষে রেফারি ফাউল ধরেন। অথচ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তা ফাউল নয়। গতকাল দেশে ফিরেছে বাংলাদেশের ফুটবলাররা। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, রেফারিদের প্রতি আমাদের সম্মান রয়েছে। তাই সেদিনের সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই। তবে আমাদের দাবি থাকবে আগামী সাফ চ্যাম্পিয়শিপ থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) এর ব্যবস্থা করা। বিশ্ব ফুটবলে প্রায় সব জায়গায় এ প্রযুক্তি ব্যবহার করছে। সাফ যেহেতু দক্ষিণ এশিয়ার ফুটবলে গুরুত্বপূর্ণ আসর। সে ক্ষেত্রে ভিএআর জরুরি হয়ে পড়েছে। এতে করে বিতর্ক আর তৈরি হবে না।

সর্বশেষ খবর