মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রিমিয়ার হকি লিগ শুরু আজ

২০১৮ সালের জুনে শেষ বারের মতো হকির প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। এরপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। এতদিন লিগ বন্ধ থাকায় হকিতে অচলাবস্থা নেমে এসেছিল। যাক বন্ধ দুয়ার খুলছে আজই। মৌসুমের প্রথম ট্রফি ক্লাব কাপে পর্দা নামার পর ফেডারেশনের ঘোষিত তারিখ অনুযায়ী লিগ শুরু হচ্ছে। ১২টি ক্লাব হকির সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাকর আসরে অংশ নেবে। বেশ কবার লিগ চ্যাম্পিয়ন পুরান ঢাকা ঊষা ক্রীড়া চক্রকে এবার দেখা যাবে না। ২০১৮ সালে লিগ বয়কট করায় বাইলজ অনুযায়ী তাদের প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়।

স্বস্তির খবর গতবারের চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান উদ্বোধনী দিনেই দিলকুশার মুখোমুখি হবে। ক্লাব কাপে সেমিফাইনাল বয়কট করে সাদা-কালোর দলটি। গ্রুপ পর্বে পুলিশের বিপক্ষে ম্যাচে শৃঙ্খলা ভাঙায় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সেমিফাইনালে নিষিদ্ধ করে। মোহামেডান তা মেনে নিতে পারেনি। দলীয় ম্যানেজার আরিফুল হক প্রিন্স ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা ষড়যন্ত্রের শিকার। লিগ খেলব কিনা নিশ্চিত নই। অভিমান ভেঙে ঐতিহ্যবাহী দলটি মাঠে নামছে।’ তবে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, জিমি ৫০ হাজার টাকার জরিমানা শোধ না করা পর্যন্ত মাঠে নামতে পারবে না। প্রিন্স জানান, আমরা জরিমানা মওকুফের জন্য আবেদন করেছি। আশা করি ফেডারেশন এতে সাড়া দেবে। শিরোপা লড়াই হবে ত্রি-মুখী। মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের মধ্যে তা সীমাবদ্ধ থাকবে।

সর্বশেষ খবর