মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্পোর্টিং উইকেট চান তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে শুক্রবার। প্রতিপক্ষ দলে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলিদের মতো দুরন্ত গতির পেসার রয়েছেন। মিরপুরে টি-২০ সিরিজে পাকিস্তানের গতির বিপক্ষে লড়াই করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তারপরও টাইগার পেসার তাসকিন আহমেদ মিরপুরে স্পোর্টিং উইকেট চান। তিনি বলেন, ‘সাদা বলে স্পোর্টিং উইকেটে কম খেলা হয়। স্পিন সহায়ক উইকেটে বেশি খেলা হয়। মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছি। যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সুবিধা পাবে।’ পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। বিশ্বকাপের আগে মিরপুরে দুটি টি-২০ সিরিজেই স্পিনাররা সহায়তা পেয়েছেন। পাকিস্তানি বোলারদের কাছ থেকে টিপস নিয়ে নিজেকে আরও শানিত করতে চান তাসকিন। তিনি বলেন, ‘যেহেতু একসঙ্গে সিরিজ খেলব, তাই সুযোগ হলে ওদের সঙ্গে কথা বলব। ওরা এমন কিছু শেয়ার করতে পারে যা আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতে পারে। ওদের সব ধরনের ফরম্যাটে ফাস্ট বোলার আছে। এশিয়ান কন্ডিশনে থেকে পাকিস্তান ফাস্ট বোলার পাচ্ছে-বিষয়টা প্রেরণাদায়ক। আশা করছি ওদের মতো আমাদেরও ভালো ভালো ফাস্ট বোলার আসবে ইনশাআল্লাহ।’

 

সর্বশেষ খবর