লিওনেল মেসির বয়স এখন ৩৫। এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ। ৬ বারের বিশ্বসেরা ফুটবলার চাইছেন এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিতে। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে। দারুণ ছন্দে রয়েছেন মেসিরা। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিশন এবার তৃতীয়বার বিশ্বজয়ের। বিশ্বকাপ জয়ের মিশনের প্রস্তুতি নিবেন মেসিরা মরুরাজ্য আবুধাবিতে। কাতারের গরমের সঙ্গে মানিয়ে নিতেই আবুধাবিতে প্রস্তুতি নিবে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরু ২১ নভেম্বর। ফাইনাল ১৮ ডিসেম্বর। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে গ্রুপ ‘সি’তে। লিওনেল মেসিদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর প্রথম ম্যাচের প্রতিপক্ষ সৌদি আরব, ২৬ নভেম্বর মেক্সিকো এবং গ্রুপের শেষ ম্যাচ ৩০ নভেম্বর, প্রতিপক্ষ পোল্যান্ড। আবুধাবিতে অনুশীলন করবে আর্জেন্টিনা, খবরটি নিশ্চিত করেছে বুয়েন্স আয়ার্স টাইমস। আবুধাবির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৪ বছর মেয়াদি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের (এডিএসসি) সঙ্গে চুক্তি অনুসারে আর্জেন্টিনার ঘরোয়া টুর্নামেন্ট সুপার কোপা ডি আর্জেন্টিনা’র ফাইনাল টানা চার বছর অনুষ্ঠিত হবে আরব আমিরাতের এই শহরে। নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করবে আলবিসেলেস্তারা। সেখানে আরব আমিরাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন মেসিরা। প্রস্তুতি নিয়ে আবুধাবি স্পোর্টস কাউন্সিল বিবৃতি দিয়েছে, ‘আবুধাবি ২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পের আয়োজন করবে। একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। একই সঙ্গে ২০২৩-২০২৬ সাল পর্যন্ত চার বছর সুপার কোপা আর্জেন্টিনার ফাইনালও আয়োজন করবে আবুধাবি।’
শিরোনাম
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’