বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সুপার ফোরে ভারত

ক্রীড়া ডেস্ক

সুপার ফোরে ভারত

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েই সুপার ফোরে এক পা দিয়ে রেখেছিল ভারত। গতকাল হংকংকে হারিয়ে আফগানিস্তানের পর সুপার ফোর নিশ্চিত করল এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। হংকং হারলেও ভারতকে ছেড়ে কথা বলেনি। ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা পুরো ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ৪০ রানে হেরে গেলেও এখনো তাদের সুপার ফোরের খেলার সম্ভাবনা আছে। পাকিস্তানকে হারালেই হংকং ইতিহাস গড়বে। টসে হেরে ব্যাটিং শুরু করে ভারত। উইকেটে নেমে শুরু থেকেই ঝড়ো গতির ব্যাটিং শুরু করেন ভারতীয়রা। রোহিত শর্মা ১৩ বলে ২১ রান (২টি চার ও ১টি ছক্কা) করে আউট হলেও রানের চাকা সচল রাখেন বিরাট কোহলি এবং সূর্যকুমার। দীর্ঘদিন পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। ৪০ বলে তিনি ৫০ রান পূরণ করেন। ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক। অন্যদিকে সূর্যকুমার শুরু থেকেই ছিলেন মারমুখী। ২৬ বলে ৬ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬৮ রানে অপরাজিত ছিলেন। দুজনের ব্যাটিং দৃঢ়তায় ভারত হংকংকে ছুড়ে দেয় বড় রানের চ্যালেঞ্জ। নির্ধারিত ২০ ওভারে তারা ২ উইকেটের বিনিময়ে ১৯২ রান সংগ্রহ করেছিল। এশিয়া কাপে আফগানিস্তান ও ভারত সুপার ফোর নিশ্চিত করেছে। আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যারা জিতবে তারা তৃতীয় দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর